কম্পাইলার


একজন প্রোগ্রামার কত্ত কষ্ট করে একটি ভালো সফটওয়্যার তৈরী করে তা কেবল প্রোগ্রামাররাই জানে । তাই এটা কখনোই উচিত হবে না কোনো পেইড অ্যাপ বিনামূল্যে বিলিয়ে দেয়া । কিন্তু দূর্ভাগের বিষয় আমাদের বাংলাদেশীদের খুব কম জনেরই সুযোগ আছে টাকা দিয়ে সফটওয়্যার কিনে নেওয়ার । যাদের সেই সুযোগ আছে তারা অবশ্যই অ্যাপস টি গুগল প্লে থেকে কিনে নেবেন । একবার তো ভেবে দেখুন , আপনার কষ্টের তৈরী করা সফটওয়্যার টি যদি অন্যের মাঝে বিনামূল্যে বিতরন করা হয় তবে আপনার কেমন লাগবে ? আর যাদের সেই সুযোগ একেবারেই নেই তাদের জন্য আমার এই মাঝারি অপরাধ !

No comments:

Post a Comment